• Breaking News

  Thursday, February 10, 2022

  সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ এ চাকরির সুযোগ

   দেশের সর্বপ্রথম, দ্রুততম ও সুপ্রতিষ্ঠিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ এ ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ডকুমেন্ট, নন-ডকুমেন্ট ও ই-কমার্স প্রডাক্ট বুকিং ও ডেলিভারীর জন্য জরুরী ভিত্তিতে নিম্নে বর্ণিত পদে লোক নিয়োগ করা হবেঃ

   

  ০১। 

   

  পদের নামঃ মটর সাইকেল বাইকার (৫০ জন)

  শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে এস,এস,সি/সমমান পাশ, বাইকারদের জন্য নিজস্ব মোটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

  বেতনঃ আলোচনা সাপেক্ষ।


  ০২।

   

  পদের নামঃ  কুরিয়ার ম্যান (৫০ জন)

  শিক্ষাগত যোগ্যতাঃ  কমপক্ষে এস,এস,সি/সমমান পাশ, (নিজস্ব সাইকেলম্যান প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)

  বেতনঃ আলোচনা সাপেক্ষ।


  ০৩।

   

  পদের নামঃ বুকিং সহকারী (২০ জন)

  শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে এইচ এস সি/সমমান পাশ (অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে)

  বেতনঃ আলোচনা সাপেক্ষ।


  আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং মটর সাইকেল বাইকার পদের ক্ষেত্রে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপিসহ খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক আগামী ২৮-০২-২০২২ ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় অথবা ই-মেইল এর মাধ্যমে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

   

   

  যোগাযোগঃ

  উপ মহা-ব্যবস্থাপক (প্রশাসন)
  সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ
  কর্পোরেট অফিস, ০৭ দিলকুশা, বা/এ, মতিঝিল, ঢাকা।
  ইমেইলঃ scs.cvbank@gmail.com

   

   


   

   

   

  General Knowledge

  Government Jobs

  Medical Or Pharmaceuticals