প্রাণ কোম্পানিতে সেলস্ এ বিশাল চাকরির সুযোগ

0

প্ৰাণ সেলস-এ ক্যারিয়ার গড়ুন প্রাণ গ্রুপ-এ আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমন্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে। ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণে সারা দেশে শুধুমাত্র প্রাণ পণ্য সুষ্ঠুভাবে বিক্রয় ও বাজারজাতকরণে সম্পূর্ণ নতুন বেতন কাঠামোয় আপনাকে আমরা স্বাগত জানাই। 

পদের নামঃ সেলস রিপ্রেজেন্টেটিভ (পুরুষ)/শোরুম সেলস এক্সিকিউটিভ (নারী ও পুরুষ) 

শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক পাশ, ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে। 

বয়স:সেলস রিপ্রেজেন্টেটিভ ২০-৩০ বছর (অভিজ্ঞদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য) এবং শোরুম সেলস এক্সিকিউটিভ ১৮-২৬ বছর

প্রার্থীর ন্যূনতম উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি • সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চাকুরির প্রথম ৩ (তিন) মাস শিক্ষানবিশকাল হিসাবে গণ্য হবে সফলতার সাথে শিক্ষানবিশকাল সম্পন্ন হওয়া সাপেক্ষে চাকুরি স্থায়ী করা হবে। বাংলাদেশের যেকোনো জেলায় এবং কোম্পানির যেকোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে। 

পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতাঃ সরকারি/স্বনামধন্য বেসরকারি / জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে বিবিএ/এমবিএ পাশ। অর্থনীতি, ইংরেজি, গণিত ও পরিসংখ্যানের প্রার্থীগণকেও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে * মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণও আবেদন করতে পারবেন * শিক্ষাজীবনে ৩য় বিভাগ/শ্রেণি প্রাপ্তদেরকে আবেদন করতে নিরুৎসাহিত করা হচ্ছে।

বয়স: ২৩-৩০ বছর 


অতিরিক্ত যোগ্যতা সমূহঃ

* চমৎকার যোগাযোগ পারদর্শিতা 

* মোটরবাইক চালানোর দক্ষতা ও ইচ্ছা থাকতে হবে 

* বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। 


বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা  * মাসিক বেতন* বছরে ২টি বোনাস * যাতয়াত ভাতা * বিক্রয়ের উপর কমিশন * ইনসেনটিভ * কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ আছে। 


*বিস্তারিত নিচের ইমেজ ফাইলে দেখুন*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)