উদ্যোক্তা উন্নয়নে | ODIPAN উদ্দীপন জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদ প্রাপ্ত (সনদ নংঃ ০০১২৩-০০৮৪৮-০০০০৩) বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা “উদ্দীপন” এ নিম্নলিখিত পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
০১) ফাৰ্ষ্ট প্রোগ্রাম অফিসার (Livestock), পদ সংখ্যা : ১৩ জন। মাসিক বেতনঃ ২৩,৩৭৮/-টাকা (লেভেলঃ ৪র্থ)
প্রার্থীকে Diploma in Livestock ডিগ্রীধারী হতে হবে এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হবে। প্রার্থীকে অবশ্যই কঠোর পরিশ্রমী, সৎ এবং দারিদ্র কবলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা ও আনুসঙ্গিক বিষয়সমূহ ঃ
১. উপরে বর্ণিত মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধাদি যেমন— কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস (দুইটি), বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ তহবিল এবং দূরত্ব ভাতা প্রভৃতি প্রদান করা হবে।
২. কর্মস্থলঃ উদ্দীপনের কর্ম এলাকা (কুমিল্লা, কুষ্টিয়া, চট্টগ্রাম, ঢাকা, পিরোজপুর, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট, বগুড়া, ফরিদপুর ও যশোর)।
৩. সংস্থার প্রয়োজনে আবেদনকারীদের সাথে সরাসরি এবং তাৎক্ষনিকভাবে যোগাযোগ করার জন্য সঠিক মোবাইল/টেলিফোন/ যোগাযোগের ঠিকানা এবং খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
৪. আবেদনপত্রের সাথে “উদ্দীপন” এর অনুকূলে ২০০/- টাকার পে-অর্ডার/পোষ্টাল অর্ডার/ডিডি (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
৫. আবেদনকারীকে সদ্যতোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এবং ০২ জন পরিচয়দানকারী ব্যক্তির নাম, যোগাযোগের ঠিকানা মোবাইল ও ফোন নম্বর উল্লেখসহ আগামী ০৯/০৯/২০২২ ইং তারিখের মধ্যে সৈয়দ মনির হোসেন, উপ-পরিচালক ও প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ, উদ্দীপন- প্রধান কার্যালয়, বাড়ী নং-০৯, রোড নং-০১, ব্লক-এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ, রিং রোড, আদাবর, ঢাকা-১২০৭ বরাবর পাঠাতে হবে
অথবা
UDDIPAN e-recruitment portal link https://erecruitment.uddipan.org/recruitment এ আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
৬. যোগ্য নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
৭. শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।